ইমাম খাইর, সিবিএন:
মাস্টার আহমদ রেজা খাঁন স্মৃতি গোল্ডেনকাপ ভলিবল টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) বিকালে চকরিয়া উপজেলার খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে টুর্নামেন্ট শুভ উদ্বোধন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওমর হামজা।
অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় পক্ষকাল ব্যাপী এই টুর্নামেন্ট উদ্বোধন ঘোষণা করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক অর্থ সম্পাদক ফরাজি নুরুল আলম।
আহমদ রেজা খান স্মৃতি সংসদের আয়োজনে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি ইসমাঈল কুতুবী।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও খুটাখালী ক্রীড়া সংস্থার সভাপতি রেজাউল করিম খাঁনের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন- অধ্যাপক শফিকুর রহমান, মাওলানা আব্দুশ শুক্কুর, অধ্যাপক রমিজ আহমদ শরফী, মাওলানা আবু বকর, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নাসির উদ্দিন, শফিকুর রহমান মেম্বার, তমিজ উদ্দিন, মাওলানা সাহাব উদ্দিন আরমান, এসএম শাহজালাল প্রমুখ।
খেলার রেফারির দায়িত্ব পালন করেন জেলার বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব আবদুল হামিদ। সহকারী রেফারি ছিলেন হাফেজ মিছবাহ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মুহাম্মদ রায়হান।
টুণাশেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজি ছৈয়দ আকবর, তরুণ সমাজকর্মী আসহান উদ্দিন রিটন ও রাহাত খান।
চকরিয়া উপজেলার খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষানিকেতনের প্রতিষ্ঠাকালীন শিক্ষক, কক্সবাজার জেলার অন্যতম ক্রিড়া সংগঠক প্রয়াত মাস্টার আহমদ রেজা খাঁনের স্মৃতিকে ধরার রাখার প্রত্যয়ে প্রথম বারের মতো এই টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে। টুর্নামেন্ট আয়োজন করেছে মাস্টার আহমদ রেজা খাঁন স্মৃতি সংসদ।
প্রথম দিনের খেলায় মাতামুহুরী ও কর্ণফুলি দল অংশগ্রহণ করে। তিন সেটের খেলায় ২ সেটে এগিয়ে থেকে মাতামুহুরী দল বিজয়ী হয়েছে।