মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার-২ আসনে আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ধানের শীষ প্রতীক পাচ্ছেন। কক্সবাজারের রিটার্নিং অফিসার মোঃ কামাল হোসেন আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের মনোনয়নপত্র সীজ করে তাঁকে ধানের শীষ প্রতীক বরাদ্দ নাদেয়ার বিরুদ্ধে হাইকোর্টে আপীল করলে হাইকোর্ট শুনানী শেষে ১২ ডিসেম্বর বুধবার আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের মনোনয়নপত্র বহাল ও তাঁকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে রিটার্নিং অফিসারকে নির্দেশনা দেয়ার জন্য নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছেন। হাইকোর্টের আদেশের খসড়া কপি নিয়ে কক্সবাজারের রিটার্নিং অফিসারের কাছে নির্দেশ আনার জন্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ্ ফরিদ ও তাঁর আইনজীবী এডভোকেট ফারুক ইকবাল রাত ৮’২০ মিনিটে ঢাকাস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে রয়েছেন। এ তথ্য ঢাকা নিশ্চিত করেছেন-এডভোকেট ফারুক ইকবাল ও কক্সবাজার থেকে নিশ্চিত করেছেন-বিএনপি কক্সবাজার জেলা শাখার সাবেক প্রচার সম্পাদক ও মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কাদের বাবুল। হাইকোর্টের বিচারপতি জে.বি.এম হাসানের আদালত একই আদেশে বলেছেন-কক্সসবাজার-২ আসনে আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বিএনপি’র প্রাথমিক মনোনীত একমাত্র প্রার্থী হওয়ায় তাঁর মনোনয়নপত্র সীজ করা অবৈধ হয়েছে। আদালত আদেশে বলেছেন-যেহেতু হামিদুর রহমান আযাদ স্বতন্ত্র মনোনয়নপত্র দাখিলকারী হওয়ায় তাঁকে দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ দিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে পত্র দিয়েছেন তা বিধি সম্মত নয়। আদেশে আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের মনোনয়নপত্র বহাল করে তাঁকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিয়ে হাইকোর্টকে অবহিত করার জন্য এবং আগামী ৪ সপ্তাহের মধ্যে রিটার্নিং অফিসারকে ইস্যুকৃত রুলের জবাব দিতে বলা হয়েছে মর্মে সুত্রদ্বয় এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।