সিবিএন ডেস্ক :
তিন আসনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ রিটের শুনানি হয় সোমবার। রিটের শুনানি শেষে আদেশের দিন ঠিক ছিল আজ মঙ্গলবার।
আজ খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে হাইকোর্ট বিভক্ত রায় দিয়েছেন আদালত।
রায়ে জেষ্ঠ্য বিচারপতি খালেদা জিয়ার প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন। তবে বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন।