cbn

সিবিএন ডেস্ক:
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে সিঙ্গাপুরে যাচ্ছেন। তার সঙ্গে যাচ্ছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু। এ কথা জানিয়েছেন এরশাদের একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।

তবে তিনি কী কারণে সিঙ্গাপুর যাচ্ছেন তা জানা যায়নি।

এরশাদের অসুস্থতা নিয়ে কয়েক দিন ধরেই নানা গুঞ্জন চলছিল। এরই মধ্যে তিনি সিএমএইচে ভর্তি আছেন এমন খবরও শোনা গেছে। দলের নেতাকর্মীদের একেক সময় তার স্বাস্থ্য সম্পর্কিত ভিন্ন তথ্য শোনা যাচ্ছে। প্রশ্ন ওঠে, দলের নেতাকর্মীদের তোপ থেকে বাঁচতেই তিনি নিজেকে আলাদা করে রেখেছেন। এমনকি তাকে বাসা ছেড়ে বাইরে বেরুতেও দেখা গেছে কম। ক’দিন ধরেই আলোচনা চলছিল যেকোনও সময় সিঙ্গাপুর যাবেন এরশাদ।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •