আবুল কালাম,চট্টগ্রাম :

মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালির অহংকার স্লোগান সামনে রেখে এবারও
চট্টগ্রামে মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্ভোদন করেন শহিদ মুরিদুলআলমের স্ত্রী জেসমিন আলম বিজয় শিখা জ্বালিয়ে।

সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের প্রধান গেইট গোলচত্বরে বিজয় শিখা প্রজ্বালন করা হয়।

এতে মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে,

প্রধান অতিথির বক্তব্যে বিজয় মেলার প্রধান পৃষ্ঠপোষক চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এ মাস বিজয়ের মাস। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করা হয়। বিজয়ের মাসে এবার অগ্নিপরীক্ষা জাতীয় সংসদ নির্বাচন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকারের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। মুক্তিযোদ্ধাদের কথার আলাদা মর্যাদা আছে। আপনারা (মুক্তিযোদ্ধা) নৌকার প্রার্থীদের জয়ী করতে ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নঈমউদ্দিন চৌধুরী, পরিষদের সদস্যসচিব মোজাফফর আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সাহাবউদ্দিন, পরিষদের কো-চেয়ারম্যান নূর উদ্দিন চৌধুরী, সুনীল নাথ, কাউন্সিলর গিয়াস উদ্দিন, সংস্কৃতিসেবী মো. সাহাবউদ্দিন প্রমুখ।

মোজাফফর আহমদ বিজয়মেলার সূচনালগ্ন থেকে অবদান রাখায় চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মেলা চলবে দশ দিন ব্যাপী এতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক সহ বিভিন্ন অনুষ্ঠান চলবে বলে জানান মেলা কমিটির আয়োজকরা।