প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেছেন-মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষেরাই পারে দুর্নীতি রোধ করতে। দেশকে দুর্নীতিমুক্ত করার দায়িত্ব আমাদের সবার। কারণ দুর্নীতির কারনে আমাদের দেশের লোকজন অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দুর্নীতির বিরুদ্ধে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। বিশেষ করে যুব সমাজের দুর্নীতিবিরোধী অভিযানে সম্পৃক্ত হওয়া এখন সময়ের দাবি বলেও মনে করেন তিনি। রবিবার সকালে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসন, দুদক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহিদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর, সহ-সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান। স্বাগত বক্তব্যে রাখেন-জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত দাশ। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপিকা শারমিন সিদ্দিকা লিমার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বাহাদুর শাহ, সদস্য মনজুর আল আজাদ, সাইফুল আজিম, জহির উদ্দিন, মাউন টিন, অধ্যাপিকা রোমেনা আক্তার প্রমুখ। আলোচনা সভা ছাড়াও দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, দুর্নীতি বিরোধী গণ স্বাক্ষর সংগ্রহ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।