প্রেস বিজ্ঞপ্তি :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ১-৬ নম্বর ওয়ার্ডে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও তিনি চিরিংগা শহরে গণসংযোগ করে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেছেন।

আজ ৯ই ডিসেম্বর বিকাল চারটায় পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক মহিলা মেম্বার নিলুফা আক্তার নিলুর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলারা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া আসনের আওয়ামী লীগের (মহাজোট) প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

জাফর আলম বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়ায় কক্সবাজার জেলা পাল্টে গেছে। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, রেল লাইনসহ মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। দেশে বর্তমান সময়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার মেধাবী নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। তেমনি বর্তমান সরকার ক্ষমতায় থাকার সুবাধে চকরিয়া-পেকুয়ার প্রতিটি এলাকায় দেখার মত উন্নয়ন হয়েছে। সেই জন্য একাদশ সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়ার সর্বস্তরের জনগণকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।’

তিনি মহিলাদের উদ্দেশ্যে বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে নারীদের মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্কভাতা চালু করেছেন। নারী এখন সমাজ পরির্বতনে কাজ করে যাচ্ছেন।’

অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, মাতামহুরীর সহসভাপতি মকছুদুল হক ছুট্টু, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহানারা পারভীন, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ জাফর আলম সিআইপি, মাতামহুরীর যুবলীগৈর যুগ্ম আহবায়ক কাইছারুল হক বাচ্চু, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নূর মো. পুতু, সাধারণ সম্পাদক জয়নাল আবেীন, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেফায়েতুল কবির চৌধুরী বাপ্পী, সাবেক সম্পাদক সাজিদ হোসেন শাকিব, তারেকুল ইসলাম রাহিত, মাতামুহুরী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রবিউল এহসান, যুগ্ম আহবায়ক তানবিন ইসলাম সাইমুন, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক আরহান মাহমুদ রুবেল, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন বেলাল ও ছাত্রনেতা আবদুল বারেক টিপু, পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন প্রমুখ।