ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার হাসপাতাল সড়কে অবস্থিত কক্সবাজার ইনভেস্টিগেশন কমপ্লেক্স (সিআইসি)সহ ৫ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৯ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
ল্যাবে বিদেশি ওষুধ সংরক্ষণ ও পণ্যের মূল্য না থাকার অভিযোগে সিআইসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্ট।
একইভাবে পরীক্ষা-নিরীক্ষার মূল্য তালিকা না থাকার অভিযোগে মেডিসন ল্যাবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া মূল্য তালিকা ও রেজিস্ট্রার আপডেট না থাকায় পানবাজার সড়কস্থ হোটেল আল নিজামকে ২ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের কারণে শর্মা ফার্মেসি এবং রুস্তম মেডিকোকে ভোক্তা অধিকার আইনে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মওদুদ আহমেদ ও ভোক্তা অধিকার অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা যৌথ অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মওদুদ আহমেদ সিবিএনকে জানান, শাস্তির জন্য নয়, গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিযান চালানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।