সোয়েব সাঈদ, রামু:

মানুষের জীবনযাত্রা আর পরিবেশ যেমন পাল্টে যাচ্ছে, তেমনি মানুষের প্রাত্যহিক কর্মকান্ডে এখন নতুনত্ব ও আধুনিকতার ছোঁয়া লেগেছে। সভ্যতার উৎকর্ষতার সাথে পরিবর্তন হচ্ছে শিক্ষা ব্যবস্থা। নতুন প্রজন্মের জন্য কল্যাণকর, সুন্দর, নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করতে পারাটাই সুশিক্ষা। এ শিক্ষা ছড়িয়ে দিতে হলে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে। শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা থাকলেই তৈরী হবে সুনাগরিক, এগিয়ে যাবে দেশ। এজন্য শিক্ষার মানও যুগোপযোগি হতে হবে। সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া চর্চার উর্বর রম্যভূমি রামু উপজেলাকে এগিয়ে নিতে হলেও প্রয়োজন মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা। নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি মৌলিক জ্ঞান, তথ্য প্রযুক্তিনির্ভর ও আধুনিক মানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাহলেই শিক্ষার্থীদের কাংখিত লক্ষ্য অর্জন সম্ভব হবে।

রামু ল্যাবরেটরি স্কুলে সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। শুক্রবার (৭ ডিসেম্বর) বিকালে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর মেরংলোয়াস্থ স্কুল ক্যাম্পাসে এ সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর মোঃ ছলিমুর রহমান।

এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী এডভোকেট আবুল মনসুর, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সাধন কুমার দে, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, বিশিষ্ট সংগীত শিল্পী প্রবীর বড়ুয়া, কবি ও প্রাবন্ধিক এম সুলতান আহমদ মনিরী, মুক্তিযোদ্ধা গোলাম কবির, অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, দক্ষিণ দ্বীপ ফতেখাঁরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ শর্মা প্রমূখ।

স্কুলের পরিচালক মাহবুবুলর আলমের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন ও প্রধান শিক্ষক আদহাম বিন ইব্রাহিম।

সভায় পরিচালকবৃন্দের মধ্যে সুশাসনের জন্য নাগরিক সুজন এর সভাপতি মাষ্টার মোহাম্মদ আলম, স্কুলের উপদেষ্টা পরিষদ সদস্য, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার শর্মা, বাংলাদেশ মানবাধিকা কমিশন রামু উপজেলা সভাপতি আলহাজ¦ হাফেজ আহমদ, এডভোকেট মোস্তাক আহমদ, স্কুল মধ্যে সংগীত শিল্পী বিভাস সেন গুপ্ত জিগমী, বশিরুল ইসলাম, নুরুল কবির, ডাঃ বুলবুল কান্তি দে, রেজাউল আমিন মোরশেদ, মাহফুজুর রহমান ছিদ্দিকী, নাজমুল হুদা, অঞ্জনা শর্মা, সেলিনা আকতার, প্রকৌশলী সালাহ উদ্দিন, মুমিনুল হক রুবেল, রজত বড়ুয়া রিকু, সাংবাদিক সুনীল বড়–য়া, মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, শফিকুল হক প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে রামু ল্যাবরেটরি স্কুল নিয়ে “স্বপ্ন ও সম্ভাবনা” শীর্ষক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের যুগোপযোগি শিক্ষার মাধ্যমে সুনাগরিক ও চরিত্রবান রূপে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সকলের সহযোগিতা পেলে স্কুলটিকে মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এজন্য রামুবাসীর সহযোগিতা কামনা করা হয়।

সমাবেশে সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মান্যগন্য ব্যক্তিবর্গ, অভিভাবকসহ পেশাজীবি নেতৃবন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে উপস্থিত কয়েক শতাধিক অতিথি ও সুধীজনদের শীতের ঐতিহ্যবাহি খাবার ভাপা পিঠা ও জিলাপি দিয়ে অ্যাপায়িত করা হয়।

উল্লেখ্য আধুনিক ও বিজ্ঞানভিত্তিক মানসম্মত শিক্ষার প্রত্যয় নিয়ে সম্প্রতি যাত্রা শুরু করেছে রামু ল্যাবরেটরি স্কুল। শিক্ষানুরাগী ও বিশিষ্টজনদের তত্ত্বাবধানেম দক্ষ পরিচালকবৃন্দ ও মেধাবি শিক্ষকদের সম্মিলিত প্রয়াসে নব প্রতিষ্ঠিত এ স্কুলকে ঘিরে রামু শিক্ষাক্ষেত্রে নব দিগন্তের সূচনা হতে চলেছে।