মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আট ফুট পাঁচ ইন্ঞ্চি দেহের উচ্চতা। বিভিন্ন সুত্রে পাওয়া তথ্যমতে, এটাই বিশ্বের সর্বোচ্চ দীর্ঘদেহী মানুষ। মানুষটির নাম জিন্নাত আলী। রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে তার বাড়ি। নিম্নবিত্ত পরিবারে তার জন্ম। তাই জিন্নাত আলীর জীবন জীবিকার জন্য গর্জনিয়া বাজারে ছোট্ট এক টুকরো জমি দেয়া হয়েছে। নিজের জরাজীর্ণ কুঁড়েঘরটি সংস্কার করার ব্যবস্থা করা হয়েছে। জিন্নাত আলীর জন্য এসব উদ্যোগ নিয়েছে রামু উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ। গর্জনিয়া বাজারে জিন্নাত আলীর জন্য বরাদ্দকৃত জমিতে ৭ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর দোকান ঘর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন-রামু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে রামু’র কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ নোমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই বাজারটির নাম “গর্জনিয়া বাজার” হলেও ভৌগলিকভাবে এটি কচ্ছপিয়া ইয়নিয়নে অবস্থিত। গর্জনিয়া বাজারে দীর্ঘদেহী জিন্নাত আলীর জন্য বরাদ্দকৃত দোকানের নির্মাণকাজ শুরু হওয়ায় জিন্নাত আলী এখন মহাখুশী। তার জীবিকার জন্য একটা অবলম্বন হলো। এজন্য জিন্নাত আলী মহান আল্লাহতায়লার কাছে শোকরিয়া ও প্রশাসনের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।