মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : ইসলামের শ্বাসত বানী হচ্ছে-সবসময় সর্বস্থরে শান্তি প্রতিষ্ঠা করা। এই শ্বাশত বানী ও বিশ্বনবী(সঃ) এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে যেকোন পরিস্থিতিতে সবসময় সকলকে পরিবেশ শান্ত রাখার জন্য জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন তাবলীগ জামায়াতের মুরব্বী-জিম্মাদার-সাথীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। বিশ্ব এস্তেমায় হামলাকারীদের কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার ৬ ডিসেম্বর কক্সবাজার পাবলিক হল মাঠে অনুষ্ঠিত বিশাল বিক্ষোভ সমাবেশের পর প্রধানমন্ত্রীর কাছে প্রেরনের জন্য জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনকে তাবলীগ জামায়াতের জিম্মাদার ও মুরব্বীরা স্মারকলিপি দিতে গেলে তিনি মুরব্বীদের এ অনুরোধ জানান। প্রতি উত্তরে ওলামা মশায়েখ ও মুরব্বীরা বলেন-আমরা কখনো প্রিয় কক্সবাজারের পরিবেশকে অশান্ত করতে চায়নি। আইনকে নিজেদের হাতে তুলে নিতে চাইনি। কিন্তু ইসলামের দুশমনেরা যখন দ্বীনের মূল ভিত্তিতে আঘাত হানার অপচেষ্টা চালায় তখন আমরা নীরব থাকতে পারিনা। তারপরও সম্পূর্ণ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের দাবি -দাওয়া কর্তৃপক্ষের কাছে উত্থাপন করছি। আশা করছি, কর্তৃপক্ষ সত্য ও হক প্রতিষ্ঠায় আমদের সহযোগিতা করবেন ও দ্বীনের দুশমন বিতর্কসৃষ্টিকারী সা’দ পন্থীদের বিশৃঙ্খলা কঠোরহস্তে দমন করবেন। স্মারকলিপি প্রদানের সময় অন্যান্যের মধ্যে বিশিষ্ট আলেম মাওলানা মুহাম্মদ মুসলিম, মুফতি মাওলানা মোর্শেদুল আলম, মাওলানা মোহসেন শরীফ, মাওলানা আতাউল করিম, মাওলানা সিরাজুল হক প্রমুখ উপস্থিত