হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
রোহিঙ্গা আগমণের কারণে ক্ষতিগ্রস্ত টেকনাফের হ্নীলায় ‘বসত ভিটায় সবজি বাগান উপকারভোগীদের উপকরণ বিতরণ ও কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির (সিডিসি) যৌথ সভা’ অনুষ্টিত হয়েছে।
এ সভায় বাছাইকৃত ৫০০ জন ক্ষতিগ্রস্তদের মাঝে চারা, বীজ ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
উপকরণের মধ্যে রয়েছে খাটো জাতের ভিয়েতনামের নারিকেল চারা ১টি, ৮ জাতের সবজি বীজ ১৮৫ গ্রাম, হাতলসহ কোদাল ১টি, নিড়ানী ১টি, ঝাঝর ১টি, বেড়ার জাল (বরসহ) ১টি, ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) ২০ কেজি, বস্তা ১টি। প্রত্যেক উপকারভোগীর জন্য উপকরণের মুল্য ২ হাজার ৩৩৯ টাকা। মোট মুল্য ১১ লক্ষ ৬৯ হাজার ৫০০ টাকা। এনজিও সংস্থা অক্সফামের অর্থায়নে মুক্তি কক্সবাজার এ কর্মসুচী বাস্তবায়ন করছে।
জানা যায়, এসব উপকরণ বিতরণ উপলক্ষ্যে ৫ ডিসেম্বর দুপুরে এক সভা হ্নীলা ইউনিয়ন পরিষদের মিলনায়তনে অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন হ্নীলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এইচকে আনোয়ার সিআইপি।
মুক্তি কক্সবাজারের প্রজেক্ট কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন চৌধুরীর উপস্থাপনায় অনুষ্টিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসান কাজল। টেকনাফ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
মুক্তি কক্সবাজারের কো-অর্ডিনেটর অশোক সরকার, অক্সফামের টিম লীডার ফারুক আজম, হ্নীলা ইউপি সদস্য আবুল হোসেন মেম্বার, সাবেক মেম্বার আলহাজ্ব ছালেহ আহমদ বক্তব্য রাখেন। কর্ম এলাকার ১৮টি গ্রামের কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির (সিডিসি) সভাপতি ও সেক্রেটারী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়াকর্মী, এনজিও সংস্থা অক্সফাম ও মুক্তি কক্সবাজার এর বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।