প্রেস বিজ্ঞপ্তি:

কুতুবদিয়া জুড়েই যেন উৎসবের আমেজ পড়েছিল। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) আশেক উল্লাহ রফিক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের কর্মী সভায় যোগদান করতে নেতৃবৃন্দ কুতুবদিয়ায় জেটিঘাটে পৌঁছলে পুরো এলাক জুড়ে নারী-পুরুষে ঢল নামে। বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা বিশাল মিছিল সহকারে নেতৃত্ব বৃন্দকে সমাবেশ স্থলে নিয়ে যায়। সমাবেশে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেছেন, আগামি নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ। আপনারাই নির্ধারণ করবেন দেশে কি উন্নয়নের ধারা অব্যাহত থাকবে না আগুন সন্ত্রাসিদের রাজত্ব কায়েম হবে। তাই আপনার একটি ভোট অনেক গুরুত্বপুর্ণ। বিগত ৫ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক যে উন্নয়ন করেছেন তা অভুপুর্ব। বিগত সময়ে আপনারা যাদের প্রতিনিধি করেছিলেন তারা কিছুই না করায় পুরো কুতুবদিয়া অচল হয়ে পড়েছিল। বিগত ৫ বছরে কুতুবদিয়া উপজেলাকে আশেক উল্লাহ রফিক উন্নয়নের একটি শৃংখলায় নিয়ে এসেছেন তিনি।

প্রধান বক্তার বক্তব্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক রফিক বলেন, কুতুবদিয়ায় এখন স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। বিগত ৫ বছর আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করেছি। ইতোমধ্যে বেড়িবাঁধ নির্মাণের জন্য ৯৪ কোটি টাকা ব্যয়ে নৌ-বাহিনীর তত্ত্বাবধানে কাজ শুরু হয়েছে। এর আগে ৫ বছরে প্রায় বেড়িবাঁধ নির্মাণে প্রায় ১০০ কোটি টাকার কাজ হয়েছে। ইতোমধ্যে শিক্ষা ব্যবস্থার প্রভুত উন্নয়ন হয়েছে। নারী শিক্ষার অগ্রগতির জন্য একটি মহিলা কলেজ স্থাপন করেছি। আজম সড়ক উন্নয়নে ২৮ কোটি টাকা ব্যয়ে কাজ চলমান রয়েছে। আগামিতেও আপনাদের সেবায় কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন চাই।

গতকাল বেলা ১২টায় কুতুবদিয়া সরকারি কলেজ মাঠে কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালনের লক্ষ্যে এক বিশাল প্রস্তুতি সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতব্বর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুচ্ছফা বিকম’র সঞ্চালনায় অনুষ্টিত সমাবেশে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ ফরিদুল ইসলাম, সহ-সভাপতি এম আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ রণজিত দাশ ও জেলা আওয়ামী লীগ নেতা মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া। এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা সৈয়দ আহমদ কুতুবী, জেলা আওয়ামী লীগের সমবায় বিষয়ক সম্পাদক খোরশেদ আলম কুতুবী, জেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম কুতুবী, কুতুবদিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মেহেরুন্নেছা, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী আবু তাহের, মহেশখালী উপজেলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্রজগোপাল ঘোষ, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি মাহবুব রোকন, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তফা আনোয়ার চৌধুরী, কক্সবাজার পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ বি ছিদ্দিক খোকন, মহেশখালীর কুতুবজুমের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, হোয়ানকের চেয়ারম্যান মোস্তফা কামাল, ছোট মহেশখালীর চেয়ারম্যান জিহাদ বিন আলী, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম লালা, মিজবাহ উদ্দিন, কুতুবদিয়া যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম। জেলা শ্রমিক লীগ নেতা খোরশেদ আলম, উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিদুওয়ান রাসেল, ছাত্রলীগের সাবেক কেন্দ্রিয় সদস্য সরওয়ার আজম, জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সরওয়ার কাইচার ছিদ্দিকী সোহেল, ছাত্রনেতা ইরফানুল ইসলাম রায়হান, ছাত্রনেতা শমসের উল্লাহ, কুতুবদিয়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিন ও হোয়ানক আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ বাদশা, নজরুল ইসলাম ও সাহেল মোঃ আশেক । এ ছাড়া কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।