সংবাদ বিজ্ঞপ্তি:
লেভেল প্লেইং ফিল্ড সরকার নিজেই চায়না বলে মন্তব্য করেছেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, সরকার মুখে নির্বাচনের কথা বললেও কাজে কর্মে বিপরীত আচরণ করছে। প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করছে। ইসিকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছেনা। বিরোধী পক্ষের বিরুদ্ধে সরকার এখনো মিথ্যা, হয়রানীমূলক মামলা দিচ্ছে। জামায়াতকে মাঠে নামতে দিচ্ছেনা। পুলিশী হয়রানী অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) এএইচএম হামিদুর রহমান আযাদের নির্বাচন উপলক্ষ্যে কুতুবদিয়ায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মাওলানা মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।
মাওলানা মোস্তাফিজ সরকারকে প্রশ্ন করেন, নির্বাচনের পরিবেশ তৈরী না হলে ২০ দলীয় জোট কিভাবে নির্বাচন করবে? নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ দরকার।
তিনি আরো বলেন, মহেশখালী-কুতুবদিয়া আমাদের নিজেদেরই আসন। এখনো দ্বীপের সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় নাম হামিদ আযাদ। তিনি সবশ্রেনীর মানুষের কাছে ‘নিরাপদ ব্যক্তি’ হিসেবে পরিচিত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে তারই প্রমাণ পাওয়া যাবে।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাবেক ছাত্রনেতা আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহরিয়ার চৌধুরীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ মহেশখালী-কুতুবদিয়া আসনে এএইচএম হামিদুর রহমান আযাদকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।