মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারে তিন দিনের সফরে আসা বাংলাদেশে সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ৬ ডিসেম্বর বৃহস্পতিবার কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সাথে একান্তে তাঁর কার্যালয়ে সাক্ষাত করেন। সকাল ১১ টা থেকে দুপুর সোয়া ১২ টা পর্যন্ত দীর্ঘ সোয়া একঘন্টা একান্ত এ সাক্ষাতে রাষ্ট্রদূত রবার্ট মিলার রোহিঙ্গা শরনার্থী সংকট মোকাবেলায় সরকার, জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল পক্ষের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সাক্ষাতকালে রাষ্ট্রদূত রবার্ট মিলার উখিয়ায় তাঁর শরনার্থী ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা, রোহিঙ্গা শরনার্থীদের বর্তমান সংকট, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, কক্সবাজারে চলমান বিভিন্ন বৃহৎ উন্নয়ন প্রকল্পের বিষয়ে মতবিনিময় করেন। সাক্ষাতের এক পর্যায়ে রাষ্ট্রদূত রবার্ট মিলার তাঁর সহকারী ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বাইরে রেখে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সাথে একান্তে কথা বলেন। জেলা প্রশাসনের বিশ্বস্থ একটি সুত্র জানিয়েছে, রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র তাদের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জেলা প্রশাসককে রাষ্ট্রদূত রবার্ট মিলার জানিয়েছেন। সুত্র জানায়, কক্সবাজারে চলমান জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতের জানার আগ্রহ ও কৌতুহল ছিল বেশী। এরআগে রাষ্ট্রদূত রবার্ট মিলার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন পুষ্পস্তবক দিয়ে তাঁকে স্বাগত জানান। গত চার ডিসেম্বর মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার তিনদিনের কক্সবাজার সফরে এসে ৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিমানযোগে তিনি কক্সবাজার ত্যাগ করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের কক্সবাজারে তিনদিনের লম্বা সফর নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে কৌতুহলের শেষ নেই।