মহেশখালী সংবাদদাতা:
মহেশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা জহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের পুরাতন অাদালতের সামনে মিলেনিয়াম মেগা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জহির উদ্দিন মহেশখালী পৌর এলাকার পুটিবিলার মৃত মোজাহের মিয়ার পুত্র এবং সাবেক পৌর মেয়র সরওয়ার অাজমের ছোট ভাই।
তিনি গত ২৫ অক্টোবর নির্বাচন বানচাল ও খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহেশখালীর পৌর এলাকার লামার বাজার এলাকায় নাশকতার চেষ্টা ও পুলিশের সাথে মারামারির অভিযোগে দায়ের করা মামলার ৮ নং অাসামী।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান, তিনি নাশকতার চেষ্টা ও পুলিশের সাথে মারামারি মামলার আসামী। গোপন সংবাদে তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা জহির উদ্দিনের গ্রেপ্তারের খবরে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নির্বাচন সামনে রেখে এ গ্রেপ্তারকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত পরিস্থিতির অাশংকা করছেন স্থানীয় রাজনৈতিক বিরোধী দলের নেতা কর্মীরা।