ছৈয়দুল আমিন চৌধুরী, টেকনাফ:

সীমান্ত উপজেলা টেকনাফের সাবরাংয়ে বিজিবি অভিযান চালিয়ে ইয়াবা ও বিপুল পরিমানের বিদেশী বিয়ারের ক্যান উদ্ধার করেছে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক সম্ভব হয়নি।

জানা যায়, ৪ ডিসেম্বর ভোর সাড়ে ৪টার দিকে সাবরাং বিওপির সুবেদার মোঃ লাল মিয়ার নেতৃত্বে একদল বিজিবির টহল দল সাবরাং জিন্নাখাল এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবা ও ১ হাজার ২’শ ৭৫ পিস বিদেশী তৈরী বিয়ারের ক্যান জব্দ করতে সক্ষম হয়েছে। বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারীরা অন্ধকারের সুযোগে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার ইয়াবা ও বিয়ারের ক্যানের আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা বলে জানা গেছে।

২ বিজিবি অধিনায়ক মোঃ আছাদুদ-জামান চৌধুরী সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন- উদ্ধারকৃত ইয়াবা ও বিয়ারগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।