ডেস্ক নিউজ:

জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট—দুই জোটেই প্রধান শরিক হিসেবে আছে বিএনপি। দুই পক্ষকেই সঙ্গে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি। এক্ষেত্রে আসন বণ্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি এখনও সমাধান হয়নি। জোটের অন্যতম শরিক দল জামায়াতের সঙ্গে আসনবণ্টনের আলোচনা অনেকটা শেষ হলেও বাকি শরিকদের সঙ্গে এখনও শেষ হয়নি। এদিকে, আসন বণ্টন নিয়ে থেমে-থেমে আলোচনা চলছে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গেও। ইতোমধ্যে প্রত্যেক শরিক দলের দুই-তিনজন নেতার সঙ্গে বণ্টনের আলোচনা শুরু হয়েছে। আরও কয়েকদিন এই আলোচনা চলবে। তবে ৮ ডিসেম্বরের মধ্যে পুরো বণ্টন-প্রক্রিয়া চূড়ান্ত হবে, এমন সম্ভাবনার কথা জানালেন বিএনপি ও জোট-ফ্রন্টের নেতারা।

ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনা হয়েছে। আরও একটি বাকি আছে।’

নাগরিক ঐক্যের একটি সূত্র বলছে, অন্তত ৪-৫টি আসনে জোটগত মনোনয়ন চায় সংগঠনটি।
জানতে চাইলে ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বলেন, ‘মঙ্গলবার ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জোটের নিবন্ধিত দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে আসন নিয়ে কথা হতে পারে।’

এই প্রসঙ্গে ২০ দলীয় জোটের আরেক শরিক জেপির সভাপতির আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আসন নিয়ে আমাদের সঙ্গে বিএনপির কোনও সমস্যা নেই। তবে এই বিষয়ে আগামীকাল (মঙ্গলবার) বিএনপির সঙ্গে বৈঠক হবে।’

খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের সঙ্গে বুধবার বসার কথা রয়েছে বিএনপির। এর আগে আমরা নিজেরা একটা সিদ্ধান্ত নেবো, ঠিক কয়টি আসনে জোটগত মনোনয়ন চাইবো। এরইমধ্যে ৫টি চেয়েছি। এটা ধরে রাখতে চাই।’

জোটের আরেক শরিক জাগপার তাহমিনা প্রধান বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে আমাদের বৈঠক বুধবার হবে। আমাকে বুধবার যেতে বলেছে।’

আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে এলডিপির নেতাদের বৈঠক বুধবার। এলডির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম বলেন, ‘আমাদের ৪টি আসনের সমঝোতা ইতোমধ্যে হয়ে আছে। এর বাইরে আরও কয়েকটি আসন নিয়ে বুধবার বিএনপির সঙ্গে আমাদের বৈঠক আছে।’

কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ ইকবাল সিদ্দিকী বলেন, ‘আমি ও আমাদের দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বিএনপির মহাসচিবের সঙ্গে সকালে বৈঠক করেছি।’ কী বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে, এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি ইকবাল সিদ্দিকী।

জেএসডির সহ-সভাপতি তানিয়া ফেরদৌসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ সোমবার রাতে অথবা আগামীকাল মঙ্গলবার বিএনপির সঙ্গে বৈঠক হতে পারে। বিএনপির সঙ্গে আমাদের আসন নিয়ে এখন পর্যন্ত কোনও সমঝোতা হয়নি। তবে আমার অবাস্তব কোনও দাবি করবো না।’

জাগপার একটি সূত্র জানায়, দলটিকে পঞ্চগড়-২ আসনে মনোনয়ন দেওয়া হতে পারে তাহমিনা প্রধানকে।