টেকনাফ ্প্রতিনিধি:

৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টেকনাফে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) কক্সবাজার ৪ আসনের ( উখিয়া-টেকনাফ) জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর সোমবার দুপুরে ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেঃ মো. আছাদুদ-জামান চৌধুরীর সভাপতিত্বে ব্যাটালিয়ন সদরে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজারের সেক্টর কমন্ডার কর্ণেল এস এম বায়েজীদ খান। এতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ, উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের, টেকনাফ পৌরসভার মেয়র হাজী মো. ইসলাম, উখিয়া রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাংগীর কবির চৌধুরী, রতœাপালং ইউপি চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী, টেকনাফ হোয়াইক্যং ইউপি চেয়রম্যান নুর আহমদ আনোয়রী, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইস কে আনোয়ার, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মার্শাল, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন বিএ, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌঃ আজিজ উদ্দীন, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ, টেকনাফ প্রেস ক্লাবের উপদেষ্ঠা মো. আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক নুরুল করিম রাসেল, সাংবাদিক সাইফুল ইসলাম সাইফী, আবদুচ্ছলাম, আবদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে সেক্টর কমান্ডার বলেন সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে সকলের গুরু দায়িত্ব রয়েছে। স্ব স্ব অবস্থান থেকে নির্বাচনকে স্বর্তস্ফুত ও অংশগ্রহণ মূলক করতে কাজ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সকলের সসর্বাত্মক সহযোগিতা দরকার। তিনি আরো বলেন নির্বাচনে যে কোন ধরনের বিশৃংখলা ঠেকাতে বিজিবি প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহনে পিছপা হবে না। এজন্য বিজিবি সার্বক্ষনিক প্রস্তুত থাকবে।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ সাংবাদিক ফোরাম’র সাবেক সভাপতি আমান উল্লাহ কবির ( দৈনিক মানব জমিন) ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দীন ভুল ( দৈনিক আজকের কক্সবাজার) , সাধারন সম্পাদক জিয়াবুল হক ( সুপ্রভাত বাংলাদেশ) ,

টেকনাফ সাংবাদিক ফোরাম’র আহবায়ক মুহাম্মদ জুবাইর ( দৈনিক আমাদের কক্সবাজার) সদস্য সচিব মিজানুর রহমান ( দৈনিক আপন কন্ঠ ), ক্রাইম রিপোটার্স সোসাইটির সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, অর্থ সম্পাদক মো. শহিদুল্লাহ। টেকনাফ সাংবাদিক ফোরাম’র সদস্য মুজাম্মেল হক বাহার ( দৈনিক ইনানী ), জিয়াউল হক জিয়া (দৈনিক সাগর দেশ)।