cbn  

ইমাম খাইর, সিবিএন:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার ৪টি আসনেই বৈধতা পেয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থীরা।
তারা হলেন- কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) মাওলানা আলী আজগর, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) ড. মাওলানা জসিম উদ্দীন নদভী, কক্সবাজার-৩ (সদর-রামু) আলহাজ্ব ডাঃ মুহাম্মদ আমীন এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) মাওলানা মোহাম্মদ শোয়াইব।
রবিবার (২ ডিসেম্বর) সকাল দশটায় কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজ-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাছাই প্রক্রিয়া শেষে তাদের বৈধতা দেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদ, কক্সবাজার সদর নির্বাচন অফিসার শিমুল শর্মাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তবে বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পরও কেউ প্রার্থীতা প্রত্যাহার করতে চাইলে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এ পর্বের পর ১০ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচার চালাতে পারবেন।
গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। সব ঠিকঠাক থাকলে ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •