cbn  

ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে গণফ্রন্ট মনোনীত প্রার্থী পরিবেশ বিজ্ঞানী ড. আনসারুল করিমের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।
রবিবার (২ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

এর আগে সামান্য ত্রুটির জন্য বাছাইপর্বে ড. আনসারুল করিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়নি।

সকাল দশটায় কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজ-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাছাই প্রক্রিয়া চলে।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদ, কক্সবাজার সদর নির্বাচন অফিসার শিমুল শর্মাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. আনসারুল করিম বলেন, মহেশখালী-কুতু্বদিয়ার সর্বস্তরের আপামর জনতার আগ্রহ ও সর্বস্তরের নেতাকর্মীদের চাপের মুখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার দুই আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন বলে জানান বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ড. আনসারুল করিম। তিনি আশা করেন মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে আগামী নির্বাচনে তিনি জয়ি হয়ে মানুষের আখাঙ্খার প্রতিফলন ঘটাতে পারবেন। এ জন্য তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •