ইমাম খাইর, সিবিএনঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কক্সবাজার জেলা জাপার সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মুফিজের মনোনয়নপত্র বৈধ হয়েছে।
আজ রবিবার সকাল দশটায় কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজ-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাছাই প্রক্রিয়া শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল অাফসার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদসহ সকল সহকারী রিটার্নিং অফিসার ও  সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তবে, বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পরও কেউ প্রার্থীতা প্রত্যাহার করতে চাইলে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এ পর্বের পর ১০ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচার চালাতে পারবেন।
গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরদিন থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২৮ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। সব ঠিকঠাক থাকলে ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর।
জাপা নেতা মুফিজুর রহমান মুফিজ কক্সবাজার শহরের বাহারছড়ার বাসিন্দা মোজাফফর আহমদের তৃতীয় ছেলে।
তিনি জাতীয় ছাত্র সমাজের জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতিতে তিনি মাঠ কাঁপানো নেতা হিসেবে পরিচিত।
দশম জাতীয় সংসদ নির্বাচনে মুফিজুর রহমান মুফিজ সদর-রামু আসনে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন। দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশে শেষ সময়ে তিনি প্রার্থীতা প্রত্যাহার করেন।