cbn  

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার চারটি আসনে মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের বাছাই উপলক্ষে কক্সবাজার শহরের হিলডাউন সার্কিট হাউস ভিআইপিদের মিলনমেলায় পরিণত হয়েছে। কক্সবাজারের বিভিন্ন আসনের বর্তমান এমপি, মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থী, সাবেক এমপি, জেলার রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, সিনিয়র আইনজীবী, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মেয়র কাউন্সিলর, শুভাকাঙ্ক্ষী সহ বিভিন্ন পর্যায়ের ভিআইপি নেতৃবৃন্দের পদভারে মুখরিত হিলডাউন সার্কিটহাউস প্রাঙ্গণ। মনোনয়নপত্র বাছাইকে কেন্দ্র করে সকল রাজনৈতিক মতাদর্শের জেলার শীর্ষ নেতৃবৃন্দের সরব উপস্থিতি ও পরস্পর কুশল বিনিময় ছিল বেশ লক্ষনীয়। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের নেতৃত্বে ২ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় শুরু হয় জেলার সংসদীয় আসনের ক্রমানুযায়ী মনোনয়নপত্র বাছাইপর্ব। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ সংস্কার ও আধুনিকায়নের কাজ চলায় সোখানে বাছাই করা সম্ভব নাহওয়ায় হিলডাউন সার্কিট হাউসে মনোনয়নপত্র বাছাই করা হচ্ছে। তবে কক্সবাজার জেলার প্রায় পাঁচ শতাধিক ভিআইপি মানুষের জন্য হিলডাউন সার্কিট হাউসে সাময়িকভাবে বসার ও অপেক্ষার জন্য কোন ব্যাবস্থা নাথাকায় এ বিষয়ে সকলে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। ফলে সকলকে প্রখর রোদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়জনের মনোননয়পত্র বাছায়ের খবর শোনার জন্য হিলডাউন সার্কিটহাউস চত্বরে অপেক্ষার গুনতে হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •