cbn  

ইমাম খাইর, সিবিএন:
ট্যাক্স ফাঁকি ও পূর্ণাঙ্গ সম্পদের বিবরণী জমা না দেয়ায় কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ মোহিবুল্লাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আজ রবিবার দুপুর পৌনে বারোটার দিকে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজ-এর সম্মেলন কক্ষে বাছাই প্রক্রিয়াকালে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জাপা প্রার্থী মোহাম্মদ মোহিবুল্লাহর প্রার্থীতা বাতিল ঘোষণা করেন।
এ সময় প্রার্থী উপস্থিত না থাকলেও তার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ মহিবুল্লাহ নিজস্ব টিআইএন থাকা সত্ত্বেও আয়কর বিবরণী দাখিল করেননি। তিনি অংশীদারী ফার্ম ডক্টরস চেম্বারের টিআইএন ব্যবহার করেছেন। বিষয়টি নিয়ে আপত্তি তোলেন সহকারী কর কমিশনার নিপু চন্দ্র দে।

শুনানিতে জামায়াত মানোনীত প্রার্থী এএইচএম হামিদুর রহমান আযাদের প্রার্থিতা নিয়ে আপত্তি করেন এক ভোটার। আপত্তির পক্ষে বিপক্ষে শুনানি করেন উভয় পক্ষের আইনজীবীরা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিকেল চারটায় দেয়া হবে বলে জানান রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
রবিবার সকাল ১০ টায় প্রার্থিতা যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে।
মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল অাফসার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদসহ সকল সহকারী রিটার্নিং অফিসার ও  সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত আছেন।
তবে, বিধিমতে আদালতের শরণাপন্ন হয়ে জাপা প্রার্থী মোহাম্মদ মোহিবুল্লাহ তার প্রার্থিতা ফিরে পেতে পারেন বলে জানা গেছে।
বাছাইয়ে উত্তীর্ণ হওয়ার পরও কেউ প্রার্থীতা প্রত্যাহার করতে চাইলে আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। এ পর্বের পর ১০ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচার চালাতে পারবেন।
গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরদিন থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২৮ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। সব ঠিকঠাক থাকলে ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •