বার্তা পরিবেশক :

শুরু হল বাঙালির জাতীয় জীবনের গৌরবময় মাস ডিসেম্বর। আজ ১লা ডিসেম্বর বিজয়ের মাসের শুরুতে কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধাদের সাথে জেলা পুলিশের পক্ষ হতে জেলা পুলিশ লাইন্সে শুভেচ্ছা বিনিময় ও মেজবান আয়োজন করা হয়।জেলা পুলিশ সুপার  এ বি এম মাসুদ হোসেনের সভাপতিত্বে সিনিয়র সহকারী পুলিশ সুপার(সদর) মুঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)  মোহাম্মদ ইকবাল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ও তৎকালীন জয় বাংলা বাহিনীর প্রধান জনাব কামাল হোসেন , বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন(অব:)আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল হক(বীরপ্রতীক), বীর মুক্তিযোদ্ধা  মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা  মোঃ আলী সহ কক্সবাজারের সকল উপজেলা হতে আগত বীর মুক্তিযোদ্ধারা।অনুষ্ঠানে সকল মুক্তিযোদ্ধাদের জেলা পুলিশের পক্ষ হতে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।অনুষ্ঠানে বক্তরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্বীকার করে মুক্তিযোদ্ধাদের চেতনা ভিত্তিক সমাজ তৈরিতে মুক্তিযোদ্ধাদের অবদান রাখার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। পরবর্তীতে জেলা পুলিশের পক্ষ হতে সকল মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয় ও মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত মেজবানে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।