cbn  

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী:
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের সাবেক সভাপতি এডভোকেট জহিরুল ইসলামের রোগমুক্তি কামনায় কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার এক ডিসেম্বর বায়তুশ শরফ কমপ্লেক্স কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন, জব্বারিয়া একাডেমীর সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ শফি। মাহফিলে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জহিরুল ইসলামের আশু রোগমুক্তি কামনায় আল্লাহর অসীম রহমত প্রত্যাশা ও বিশেষ দোয়া করা হয়।
এদিকে, এডভোকেট জহিরুল ইসলাম শুক্রবার থেকে চট্টগ্রাম শহরের সিএসসিআর হাসপাতালের আইসিইউতে এখনো চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এড. জহিরুল ইসলামের জন্য গঠিত মেডিকেল বোর্ড শনিবার বিকেলে বসে তাঁর চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত দেবেন বলে এডভোকেট জহিরুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র, মেঘনা ব্যাংককের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাহেদুল ইসলাম জানিয়েছেন।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •