প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, আওয়ামী লীগ বিরোধী ষড়যন্ত্রকারীরা নির্বাচনের সময় মহিলাদের মাঝেই আওয়ামী লীগের বিরুদ্ধে অপ-প্রচার চালায়। তাই আমাদের মহিলা সংগঠনকে এ সব অপ-প্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে। স্বাধীনতা বিরোধী ও দেশ বিরোধী চক্র মহিলাদের মাঝে বিগত সময়ে আওয়ামী লীগ ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিমুলক অপ-প্রচার চালিয়েছে। সরকার রেকর্ড পরিমান উন্নয়ন করলেও তার বিরুদ্ধে প্রচার চালিয়ে মহিলাদের মাঝে নেতিবাচক ধরাণার জন্ম দিচ্ছে এই দুষ্ট চক্র। তাই এখন এসব অপ-কর্মের বিরুদ্ধে দাড়ানোর সময় এসেছে। তিনি আরো বলেন, মোটের ভোটের অর্ধেক মহিলা তাই নির্বাচনে মহিলার ভোট গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে। তিনি শুক্রবার বিকাল ৪টায় গোরকঘাটা উচ্চ বিদ্যালয় মিলনাতনে মহেশখালী পৌর মহিলা আওয়ামী লীগের মহিলা সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এ সব কথা বলেন।

পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রীতি কণা শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, যুগ্ম আহবায়ক এডঃ শেখ কামাল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিনা আকতার, উপজেলা আওয়ামী লীগ নেতা ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক প্রণব কুমার দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রীতি কণা শর্মা ও সাধারণ সম্পাদক রুমাসহ নেতৃবৃন্দ।

সকালে তিনি মরিচ্যা পালং-এ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত এড. এ কে এম আহমদ হোসেন এর কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের শ্রম বিষযক সম্পাদক কাজী মোস্তাক আহমদ শামীম।

শুক্রবার বিকাল ৫টায় তিনি মহেশখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় মুরব্বিদের সাথে মতবিনিময় করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।