দীপন বিশ্বাস:
উখিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে তসলিমা (২২) নামে এক নারীকে ৬ মাসের সাজা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) উখিয়ার মরিচ্যা বিজিবি চেক পোষ্ট এলাকায় জনসম্মুখে মোবাইল কোর্টের মাধ্যমে উখিয়া সহকারী কমিশনার ভূমি ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম এ দন্ড প্রধান করেন।
আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্ত নারীর বাড়ি কক্সবাজার সদর উপজেলার কালামিয়ার ছড়া এলাকায়। সে উক্ত এলাকার নুর মোহাম্মদ এর মেয়ে। তাকে পাচারের সময় হাতেনাতে ১০পিস ইয়াবাসহ আটক করা হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: ফখরুল ইসলাম বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদকে কোন ছাড় নয়। রাষ্ট্রদ্রোহী নানা অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।