মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

দুই ডিসেম্বর রোববার থেকে কক্সবাজার জেলা জজশীপের বার্ষিক অবকাশ শুরু হচ্ছে। অবকাশকালীন সময়ে কক্সবাজার জেলা শীপের অধীনে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সকল আদালতে বিচারিক ও আদালতের আওতাধীন অন্যান্য সকল কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আওতাধীন কক্সবাজারের অন্যান্য সকল আদালত যথারীতি খোলা থাকবে। ব্রিটিশ পিরিয়ড থেকেই বিচারকদের জন্য বাৎসরিক অবকাশ হিসাবে ডিসেম্বর মাস বন্ধের রেওয়াজ চালু রয়েছে।
কক্সবাজার জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্বাস উদ্দিন জানিয়েছেন, কক্সবাজার জেলা জজশীপ’র অবকাশকালীন সময়ে জরুরী ফোজদারী মামলা নিষ্পত্তি, দেওয়ানী ও ২০১৩ সালের শিশু আইনের আওতাধীন মামলাসমুহ গ্রহন, উদ্ভুত জরুরী বিষয় সমুহ শুনানী ও নিষ্পত্তির জন্য অবকাশকালীন কোর্টের সময়সূচী ঘোষনা করা হয়েছে। সময়সূচী অনুযায়ী আগামী ৫, ৬, ১১, ১২, ১৩, ২৩ ও ২৪ ডিসেম্বর মোট ৭ দিন বর্তমান জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ অবকাশকালীন সময়ে আদালত পরিচালনা করবেন।