প্রেস বিজ্ঞপ্তি:

রামুতে এলাকাবাসীর সহযোগিতায় কালি মা মগ্ধেশ^রী ও মন্দির মন্দিরের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৭ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজারকুল ইউনিয়নের রামকুটের শশ্মানের সামনে প্রতিষ্ঠাতা সভাপতি ডা. বি.কে শর্মা’র সভাপতিত্বে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পুরোহিত সুধনচক্রবর্তী।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজারকুল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মেম্বার সাহাব উদ্দিন, রামকুট মেলা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক ও সমাজসেবক বাবু রনতোষ দত্ত।

এসময় আরও উপস্থিত ছিলেন সুবল শর্মা, বিপ্লবসহ শতাধিক পরিবারের পূজারি পুরুষ ও মহিলারা। ডা. বি.কে শর্মা জানান, মন্দিরটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হলেও অর্থের অভাবে আমরা মন্দিরটি নির্মাণ কাজ করতে পারি নাই। এলাকার পূজারী মহিলারা ২ বছর ধরে বিভিন্ন ঘরে ঘরে গিয়ে মুটি চাউল উত্তোলন করে কিছু টাকা জমা করলে আমরা ঐ টাকা দিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করি। ধর্ম-বর্ণ নির্বিশেষে মন্দির নির্মাণ কাজের জন্য সকলের আর্থিক সহযোগিতা কামনা করেন পূজারী পুরুষ ও মহিলারা।