রহিম রেজা, ঝালকাঠি থেকে :

নির্বাচন কমিশনের নির্ধারিত শেষ দিন বুধবার ঝালকাঠির দুইটি আসনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরসহ ২১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন। ঝালকাঠির জেলা রির্টানিং কর্মকর্তা ও রাজাপুর, কাঠালিয়া ও নলছিটির সহকারি রিটার্নিং কর্মকর্তাদের কাছে সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকরা এ মনোনয়নপত্র দাখিল করেন। ঝালকাঠি-১ আসনে মনোয়নপত্র দাখিল করেন বজলুল হক হারুন- (আওয়ামী লীগ), কেন্দ্রীয় আ’লীগ নেতা মনিরুজ্জামান মনির, (স্বতন্ত্র), ব্যারিস্টার শাহজাহান ওমর- (বিএনপি), মো. রফিকুল ইসলাম জামাল- (বিএনপি), এমএ কুদ্দুস খান- (জাতীয় পার্টি- এরশাদ), কমরেড আবুল হোসেন- (ওয়ার্কাস পার্টি), মো. রুবেল হাওলাদার- (জাতীয় পার্টি-মঞ্জু), আল্লামা নুরুল হুদা ফয়েজী- (ইসলামী আন্দোলন বাংলাদেশ), প্রবীর কুমার মিত্র- (এনপিপি), মাওলানা ফয়েজুল হক- (স্বতন্ত্র), মো. শাহ জালাল শামীম- (স্বতন্ত্র), ইয়াছমিন আক্তার পপি- (স্বতন্ত্র), মাওলানা দেলোয়ার হোসেন (স্বতন্ত্র) ও নূরুল ইসলাম মূকুল মৃধা (স্বতন্ত্র) এবং ঝালকাঠি-২ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আমির হোসেন আমু- (আওয়ামী লীগ), ইসরাত সুলতানা ইলেন ভ’ট্টো-(বিএনপি), জিবা আমিনা খান- (বিএনপি), মুফতি মাওলানা ফয়েজুল করিম- (ইসলামী আন্দোলন বাংলাদেশ), জাহাঙ্গীর হোসেন খান- (এনপিপি), এমএ কুদ্দুস খান- (জাতীয় পার্টি-এরশাদ), জাহান শাহ কবির পারভেজ (গণফোরাম)। দুপুরে কন্দ্রীয় আ’লীগ নেতা মনিরুজ্জামান মনির উপজেলা সদরে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে শো ডাউন করেন।