কায়সার হামিদ মানিক, উখিয়া :

উখিয়ার সিকদারবিল গ্রামে পূর্বশক্রতা ও জমিসংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় স্বামী স্ত্রী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় এ হামলার ঘটনাটি ঘটেছে।

জানা যায়, উপজেলার রাজাপালং ইউনিয়নের সিকদারবিল গ্রামের শফি আলমের ছেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আবছারের নেতৃত্বে সাইফুল ইসলাম,মনোয়ারা বেগম ও মুন্নিসহ শীর্ষরা একই এলাকার আহম্মদ হোছনের ছেলে হতদরিদ্র জাহেদ হোসেন ভুট্রো ও তার স্ত্রী ইয়াছমিন আকতারকে পূর্বÑ পরিকল্পিত ভাবে মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় তার বাড়ীতে অস্ত্রসশস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে গুরুতর জখম করে মাটিতে ফেলেদে। এসময় আহতদের শোর চিৎকারে পাশর্^বর্তী লোকজন এগিয়ে এসে অস্ত্রধারীদের কবল থেকে আহতদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করেন। আহত জাহেদ হোছনের পিতা আহম্মদ হোছন সাংবাদিকদের অভিযোগ করে বলেন, সম্প্রতি জায়গা জমির মূল্যে বেড়ে যাওয়ার পর থেকে উল্লেখিত সন্ত্রাসীদের আমার বসতভিঠার প্রতি কুদৃষ্টি পড়ে। তারই ধারাবাহিকতায় দীর্ঘ দিন ধরে আমাদেরকে বসতভিঠা ছেড়ে চলে যাওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। গতকাল মঙ্গলবার বিকালে আমার বসতভিঠা দখলে নিতে চেষ্টাকালে প্রতিবাদ করায় আমার ছেলে ও পুত্রবধুকে হামলা চালিয়ে আহত করেছে। উক্ত হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে। এব্যাপারে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের তদন্তপূর্বক হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।