প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশেক উল্লাহ রফিক এমপিকে কক্সবাজার বিমানবন্দরে ব্যাপকভাবে সংবর্ধিত করেছে মহেশখালী ও কুতুবদিয়ার আওয়ামী লীগ নেতাকর্মীরা। তিনি কক্সবাজার আসবেন এমন খবরে সকাল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে আওয়ামী লীগ প্রার্থীকে স্বাগত জানাতে উপস্থিত হন। এ সময় লোকে লোকারোণ্য হয়ে পড়ে বিমানবন্দর এলাকা।

২৭ নভেম্বর বেলা ১১টায় তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে নেতাকর্মীরা পুষ্পমাল্য দিয়ে বরণ করণ নেন আশেক উল্লাহ রফিক এমপিকে।

এ সময় আশেক উল্লাহ রফিক এমপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের মনোনয়ন শেষ কথা নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। তাই বিজয়ের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবাই একই পরিবারের সন্তান। আমরা সবাই জাতির জনকের আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি। বিগত ৫ বছর যেভাবে সম্মিলিতভাবে কাজ করেছি আগামিতেও সেভাবে এগিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম ও আগামির পরিকল্পনা আমরা মানুষের দৌড়গোড়ায় পৌঁছতে চাই।

তিনি মহেশখালী-কুতুবদিয়াবাসীর দোয়া কামনা করে তিনি বলেন, আপনাদের সুখে-দুঃখে সব সময় ছিলাম আগামিতেও থাকব। আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আপনাদের দোয়া ও সমর্থন প্রয়োজন। আমি আপনাদের পাশে থাকতে চাই, উন্নয়ন অব্যাহত রাখতে আপনাদের সহযোগীতা চাই। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগে সহ-সভাপতি এম আজিজুর রহমান, মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্রজ গোপাল সম্পাদক, ডাঃ আমিরুজ্জামান আনজু, দপ্তর সম্পাদক নির্মল চক্রবর্তী, অর্থ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন খোকন চেয়ারম্যান, কামরুল হাসান চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছালেহ আহমদ, মুক্তিযোদ্ধা আবু জাফর ছিদ্দিকী, মুক্তিযোদ্ধা নুরুল হক, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ জাকারিয়া, শ্রম বিষয়ক সম্পাদক মোস্তফা আনোয়ার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাস্টার মাহবুবুল আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার মাহমুদুল করিম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম মেম্বার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, মহেশখালী উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, যুগ্ম আহবায়ক এডঃ শেখ কামাল, আওয়ামী লীগ নেতা সিরাজ মিয়া বাশি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশহাদ উল্লাহ সায়েম, হোয়ানক আওয়ামী লীগের সভাপতি মির কাসেম, মাতারবাড়ি আওয়ামী লীগের সভাপতি জি এম ছমিউদ্দিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, মাতারবাড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু হায়দার, হোয়ানক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলম জফুর, বড় মহেশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলম জফুর, শাপলাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ছোট মহেশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম, কুতুবজুম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবি আলম, জেলা শ্রমিক লীগ নেতা খোরশেদ আলম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরওয়ার আলম, যুবলীগ নেতা মোজাম্মেল হক বাহাদুর, বড় মহেশখালী যুবলীগের সভাপতি জিল্লুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, কুতুবজুম যুবলীগের সভাপতি গোলাম কিবরিয়া সিকদার, কালারমারছড়া যুবলীগের সভাপতি হাসান আরিফ, সাধারণ সম্পাদক মোঃ আব্বাস, শাপলাপুর যুবলীগের সভাপতি সামিদুল ইসলাম, ছোট মহেশখালী আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম রায়হান, যুবলীগের মনির বিন সোলতান, জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সরওযার কাইচার ছিদ্দিকী সোহেল, মহেশখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ আহমদ বাবু ও কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম। এ ছাড়া মহেশখালী ও কুতুবদিয়া আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।