cbn  

সিবিএন:
কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে রেজিস্ট্রেশন/ফিটনেসবিহীন সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
সোমবারের অভিযানে ফিটনেসবিহীন ২৩ টি অটোরিকশার বিরুদ্ধে মামলা করে সেসবে মালিকদের নিকট থেকে নগদ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা।
এ সময় জেলা প্রশাসনের পেশকার শহীদুল্লাহসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন বিআরটিএ ইন্সপেক্টর আরিফুল ইসলাম।
তিনি জানান, অবৈধ/ফিটনেসবিহীন সিএনজি, অটোরিকশার কারণে দুর্ঘটনা ও যানজট বেড়ে চলছে। অদক্ষ চালকদের  হাতে ঘটছে নানা দুর্ঘটনা। দুর্ঘটনারোধে অভিযানে নেমেছে প্রশাসন। এ অভিযান অব্যাহত থাকবে।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •