সংবাদদাতা:
ঝিলংজা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক পশ্চিম লারপাড়া নিবাসী নুরুল ইসলাম (৬৫) কান্স্যার আক্রান্ত হয়ে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় লারপাড়াস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি………রাজিউন। মৃত্যুকালে তার স্ত্রী, ৮ পুত্র ও ৩ কন্যা ছিল।
২৭ নভেম্বর মঙ্গলবার বাস টার্মিনাল বড় কবরস্থানে মরহুমের জানাযা পূর্বক দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার সুত্রে জানা গেছে।
এদিকে বিএনপির একনিষ্ঠ কর্মী ও বিশ্বস্হ সহচর জনাব নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার সদর রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। ঢাকায় অবস্হানরত লুৎফুর রহমান কাজল এক শোক বার্তায় মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
ঝিলংজা বিএনপি নেতা নুরুল ইসলাম আর নেই, লুৎফুর রহমান কাজলের শোক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
