cbn  

সিবিএন ডেস্ক :
বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মওলা রনি। সোমবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান অফিসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেন তিনি। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠান শেষে বিএনপির পক্ষ থেকে মনোনয়নের চূড়ান্ত চিঠি গ্রহণ করেন গোলাম মাওলা রনি। পটুয়াখালি-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন সাবেক এই আওয়ামী লীগ নেতা। ওই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা সাজু।
২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ব্যবসায়ি গোলাম মওলা রনি।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •