প্রেস বিজ্ঞপ্তি:

ষাট দশকের প্রগতিশীল আন্দোলনের অন্যতম সংগঠক, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, শহরের বাজারঘাটার বাসিন্দা সুভাষ পাল (৬৮) মৃত্যুবরণ করেছেন। গত ২৫ নভেম্বর রবিবার রাত ৯টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যা সন্তান (কানাডা প্রবাসী) সহ অসংখ্যা আতœীয় স্বজন এবং শুভাকাংখী রেখে যান।

সাবেক ও বর্তমান ছাত্র ইউনিয়ন নেতাদের শোক:

সাবেক ছাত্র ইউনিয়ন নেতা সুভাষ পাল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বর্তমান ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। বিবৃতি দাতারা হলেন যথাক্রমে-অনিল দত্ত, করিম উল্লাহ করিম, রিপন বড়–য়া, অর্ণব, কল্লোল দে চৌধুরী, গিয়াস উদ্দিন মুকুল, রিদুয়ান আলী, শংকর বড়–য়া রুমি, ইলিয়াছ মোঃ বেঙ্গল, আবু বক্কর ছিদ্দিকী খোকন, ফাতেমা আক্তার মার্টিন, শহীদুল্লাহ শহীদ, মংথেলা রাখাইন, মনির মোবারক, সৌরভ দেব, অন্তিক চক্রবর্তী। বর্তমান সভাপতি অর্পন বড়–য়া ও সাধারণ সম্পাদক পাভেল দাশ,

ছায়ানীড়’র শোক:

প্রগতিশীল আন্দোলনের অন্যতম সংগঠক সুভাষ পালের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছায়ানীড়। এক বিবৃতিতে নেতৃবৃন্দরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। বিবৃতিদাতারা হলেন সংগঠনের সভাপতি অধ্যাপক মোঃ হাশেম উদ্দিন, সহ-সভাপতি সাংবাদিক আমীনুল হক আমিন, সহ-সভাপতি সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, সাধারণ সম্পাদক কল্লোল দে চৌধুরী, কর্মকর্তারা যথাক্রমে- সংগঠক ফয়সাল মাহমুদ সাকিব, সাংবাদিক আমিরুল ইসলাম মোঃ রাশেদ, সাংবাদিক আজিম নিহাদ, অধ্যাপক উজ্জ্বল কান্তি দেব, নাহিয়ান নেওয়াজ।