মো. নুরুল করিম আরমান, লামা:

বান্দরবানের লামা উপজেলায় পাচারকালে ৪০ লিটার দেশে তৈরি চোলাই মদসহ ৩ নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে পৌরসভা এলাকার মধুঝিরিস্থ জীপ স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের মংপ্রু মার্মার স্ত্রী আওয়াইং মার্মা (৩০), থুলাসিং মার্মার স্ত্রী হ্লাসিং মার্মা (২৩) ও কক্সবাজার পৌরসভার টেকপাড়ার এলাকার প্রদীপ দাসের স্ত্রী সুমা মার্মা (২৭)।

সূত্র জানায়, লামা উপজেলা থেকে মদ পাচার হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক মাসুদ সিকদারের সঙ্গীয় সদস্যরা সোমবার বিকাল ৩টার দিকে পৌরসভা এলাকার মধুঝিরি এলাকায় অভিযান চালায়। এসময় জীপ স্টেশন থেকে ৪০ লিটার চোলাই মদ সহ ৩ জন নারীকে আটক করে পুলিশ।

দেশে তৈরি চোলাই মদসহ ৩ নারীকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আপ্পেলা রাজু নাহা বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।