নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হয়েছেন বদরখালী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির সম্পাদক একেএম ইকবাল বদরী। সোমবার শহীদ দৌলত ময়দানের পাবলিক হলে আয়োজিত ৪৭তম সমবায় দিবসের এক অনুষ্ঠানে তাকে শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে তাকে ক্রেস্ট দেয়া হয়। তাকে ক্রেষ্ট তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফ হোসেন।

জানা গেছে, পর পর দু’বার বদরখালী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির সম্পাদক নির্বাচিত হয়ে ইকবাল বদরী স্বচ্ছতা, ন্যায়নিষ্ঠ ও গ্রহণযোগ্য কার্যক্রম পরিচালনা করেছেন। এর স্বীকৃতি স্বরূপ তাকে জেলা শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত করা হয়েছে।

ইকবাল বদরী শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হওয়া তাকে অভিনন্দন জানিয়েছেন চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল মান্নান।

শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হওয়ায় ইকবাল বদরী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতির সকল সদস্য ও কর্মকর্তাসহ পুরো বদরখালীবাসীর এবং জেলা প্রশাসক ও জেলা সমবায় কর্মকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতে তিনি আরো সুন্দর, স্বচ্ছ ও গ্রহণযোগ্য কার্যক্রম পরিচালনা করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, ইকবাল বদরীর নেতৃত্বে বদরী সমবায় ও কৃষি উপনিবেশ সমিতি জাতীয় পর্যায়ে পর পর দু’বার জাতীয় সমবায় পুরস্কারে ভূষিত হয়েছে।