আলমগীর মানিক, রাঙামাটি:
রাঙামাটির লংগদু উপজেলার গাথাঁছড়া এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে ডুবে তিন বছর বয়সী দুই শিশু মারা গেছে। শনিবার বেলা সাড়ে এগারোটার সময় মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহতরা হলো, মোঃ সাঈম ও মোঃ মিনহাজ। খেলার ছলে নদীর পাড়ে গিয়ে গোসলে নেমে উক্ত দুই শিশু মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তন্ময় বড়–য়া জানিয়েছেন, মাইনী ইউনিয়নের নয় নং ওয়ার্ডের এফআইডিসি টিলা গ্রামের বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে মোঃ সাইম (৩), সাইদুল ইসলামের ছেলে মিনহাজ (৩) উভয়ে মিলে খেলতে খেলতে কাপ্তাই হ্রদের পানিতে নেমে ডুবে যায়। পরে অভিভাবকরা তাদের উদ্ধার করে লংগদু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তন্ময় বড়ুয়া উভয়কে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির কাপ্তাই হ্রদে যাত্রীবাহি বোট থেকে পড়ে পানির নীচে তলিয়ে যাওয়া স্কুল শিক্ষার্থী রাজন তংচঙ্গ্যা (২১)কে তিনদিনেও উদ্ধার করা যায়নি। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার সময় নামে উক্ত পাহাড়ি শিক্ষার্থী নিজবাড়ি বিলাইছড়ি থেকে যাত্রীবাহি বোটে করে রাঙামাটি আসার পথে শহরের উপকন্ঠে এসে আকস্মিকভাবেই কাপ্তাই হ্রদের পানিতে পড়ে তলিয়ে যায় রাজন। রাজন বিলাইছড়ি উপজেলাধীন দোছরি পাড়ার অতুর চন্দ্র তংচঙ্গ্যার সন্তান।