কায়সার হামিদ মানিক, উখিয়া :
উখিয়ার মরিচ্যা বাজারে অবৈধ ভাবে গড়ে উঠা ভেজাল ঘি উৎপাদনকারী প্রতিষ্টান কহিনুর কমেন্ট এন্ড মামুন কোম্পানীর বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করেছে স্বাস্থ্য বিভাগ। গত ১১ নভেম্বর কক্সবাজার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট পিওর ফুড কোর্ড ও আমলী আদালতে এই মামলাটি রুজু করা হয়।
মামলার বাদী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টও ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নুরুল আলম জানান, উক্ত কোম্পানির উৎপাদিত কহিনুর প্রিমিয়াম এলভো ঘিয়ের নমুনা সংগ্রহ করে মহাখালী ঢাকাস্থ পাবলিক এনালিষ্ট পাবলিক হেলথ ল্যাবরাটারী জনস্বাস্থ ইনষ্টিটিউট এ পাঠানো হলে উক্ত ঘি ভেজাল প্রতিয়মান হয়।
১৯৭৬ সনের বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য বিধি মোতাবেক রাষ্ট্রপতি কর্তৃক ১৯৭২ সনে অনুমোদিত ৪৮ নাম্বার আদেশ অনুযায়ী উক্ত ভেজাল ঘি তৈরি ও বাজারজাত করনের দায়ে জেল জরিমানা সহ উক্ত প্রতিষ্টান বন্ধ করে দেওয়ার বিধিবিধান রয়েছে।