নিজস্ব প্রতিবেদক:

উখিয়ার পালংখালীতে দুর্বৃত্তের দেয়া আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাতে পালংখালী বাজারে লোকসানের এ ঘটনা ঘটে। এতে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় জমির মালিক আবুল বশর এর পালংখালী বাজারে ২৫ টি দোকান ঘর রয়েছে। তন্মধ্যে একটি দোকান কাইছার (দোকান ব্যবসায়ী) ভাড়া নিয়ে দোকানে ১ লক্ষাধিক টাকার মুদি মালামাল নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিলেন। গতকাল গভীর রাত ৩টার দিকে অজ্ঞাতনামা ২/৩ জন দুর্বৃত্ত রাতের অন্ধকারে দোকানে আগুন দিয়ে পালিয়ে যায় এতে ভাড়াটিয়া কাইছারের মালামাল ভর্তি মুদি দোকানসহ ৫টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে বলে মালিক জানান দোকান মালিক আবুল বশরের প্রথম পুত্র মোহাম্মদ নুর। তিনি বলেন, দুর্বৃত্তরা দোকানে আগুন দেয়ার সময় কাইছার দোকানে ছিল না। আমার দোকান ঘর গুলোতে বিদ্যুতসহ জ¦ালানোর মতো কোন দায্য পদার্থ ছিলনা। আমি মনে করি, অজ্ঞাতনামা ২/৩ জন শত্রু আমার মার্কেটে আগুন দিয়ে শত্রুতামূলক অথবা আমার ভাড়াটিয়া কাইছারের সাথে শত্রুতা করে তার বিরাট ক্ষতি তথা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থের মানসে মালামাল ভর্তি দোকানে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে রাতে বাজারে থাকা ব্যবসায়ীগণ এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভানো হয়।

ঘটনার খবর পেয়ে দোকান মালিক আবুল বশর ও মোহাম্মদ নুর কক্সবাজার থেকে ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানার পর উখিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করেন বলে জানান।