মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ বলেছেন, এডভোকেট মরহুম একে আহমদ হোছাইন ছিলেন, একজন সৎ, নিষ্ঠাবান, আদর্শ ও ন্যায়নীতির ভিত্তিতে সাধারণ জীবনযাপনে বিশ্বাসী সাদামাটা মানুষ। তাঁর আচার আচরন ছিল অত্যন্ত প্রশংসনীয়। তিনি ছিলেন, শান্ত, সৎ, সদালাপী, স্বজ্জ্বন, বিনয়ী, মিষ্টভাষী ও বন্ধুবৎসল। সর্বোপরি মরহুম এডভোকেট একে আহমদ হোছাইন ছিলেন ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী ও পেশার মানুষের কাছে একজন প্রিয় ব্যক্তিত্ব। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম এডভোকেট একে আহমদ হোছাইন স্মরনে আয়োজিত ফুলকোর্ট রেভারেন্সে প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ একথা বলেন। জেলা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ বলেন, মরহুম একে আহমদ হোছাইন ছিলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী। ২২ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কক্সবাজারের জেলা ও দায়রা জজের এজলাশে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেলের সন্ঞ্চালনায় উক্ত ফুুল কোর্ট রেভারেন্সে শুরুতে অনুবাদ সহ কোরআন তেলাওয়াত করেন, এডভোকেট নেজামুল হক। অনুষ্ঠানে মরহুম একে আহমদ হোছাইনের জীবনী পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ নুরুল ইসলাম। ফুলকোর্ট রেভারেন্সের শুরুতে সকলে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। ফুলকোর্ট রেভারেন্সে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোঃ নুর ইসলাম, ২-এর বিচারক বেগম জেবুন্নাহার আয়শা, ১-এর বিচারক এএইচএম মাহমুদুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলহাজ্ব মোহাম্মদ তৌফিক আজিজ, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন, যুগ্ম জেলা ও দায়রা জজ-২ মাহমুদুল হাসান, সিনিয়র সহকারী জজ আলাউল আকবর, মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী, খায়রুননেছা, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তামান্না ফারাহ্, রাজীব কুমার দেব, দেলোয়ার হোসাইন, মোহাম্মদ হেলাল উদ্দিন, তারেক আজিজ, সহকারী জজ মোছাম্মৎ নুসরাত জামান, সাজ্জাতুন নেছা, দু’শতাধিক আইনজীবী, জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ফুলকোর্ট রেভারেন্স শেষে মোনাজাত পরিচালনা করেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবুল আলা। পরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতি মিলনায়তনে সমিতির সভাপতি এডভোকেট মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেলের পরিচালনায় মরহুম এডভোকেট একে আহামদ হোছাইন স্মরনে শোক সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, জেলা আওয়ামীলীগ ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট একে আহমদ হোছাইন গত ৮ নভেম্বর ইন্তেকাল করেন।