প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সরকারি কলেজে ভাব-গম্ভীর পরিবেশে পালিত হয়েছে ঈদ-ই-মিলাদুন্নবী (স:)। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সারাদেশের সকল স্কুল-কলেজের সাথে মিল রেখে ২১ নভেম্বর ২০১৮ তারিখ সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে হযরত মুহাম্মদ (স:) এর জীবনী ও কর্মের উপর আলোচনা সভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক নুরুল হামিদের সঞ্চালনায় এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো: গিয়াস উদ্দিনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক রনজিত বিশ^াস।

এতে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকগণসহ বিপুল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

হযরত মুহাম্মদ (স:) এর জীবনী ও কর্মের উপর বিশেষ আলোচনা এবং বিশ^ মুসলিম উম্মাহ্র শান্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন কলেজ মসজিদের খতীব মাওলানা সুলতান আহমদ।