আবদুল মজিদ, চকরিয়া:

চকরিয়ায় চলাচল পথ ব্যবহার নিয়ে একই পরিবারের ১২ নারী-পুরুষ সদস্যকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গত সোমবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বানিয়ারচর গ্রামের জনৈক নাছির সওদাগরের দোকানের সামনে ঘটেছে এ ঘটনা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ৫জনকে আশংখাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল ও জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক।

প্রাপ্ত তথ্যে ও অভিযোগে জানাগেছে, পূর্ববড়ভেওলা ইউনিয়নের বানিয়ারচর গ্রামের নুরুল মোস্তফা গংসহ স্থানীয় লোকজন তাদের দীর্ঘদিনের চলাচল পথে বাধা সৃষ্টি করে একই এলাকার ফরিদ আহমদের পুত্র আজিজুল হক গং। সর্বশেষ গত ১৯নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে নুরুল মোস্তফার পুত্র মুহিবুল্লাহ তার স্ত্রীকে নিয়ে শ্বাশুর বাড়ি যাওয়ার পথে বাধা সৃষ্টি করে আজিজুল হক গং। এক পর্যায়ে আজিজুল হকের নেতৃত্বে ফুরুক আহমদের পুত্র আবু রহিম, ইছহাক আহমদের পুত্র মায়াচ্ছফি, মাহফুজুর রহমানের পুত্র ফরিদুল আলম, তার স্ত্রী ছুরা খাতুন, ছেলে মীরখান, মিজানুর রহমান, আজিজুল হক রুবেল ও হুমায়ুন কবির, নাদের হোসেনের পুত্র জহির উদ্দিন, তাদের সহযোগি আছাদ, আলমগীর, মোজাফ্ফরসহ ৩০/৩৫জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে মুহুর্তের মধ্যে ধারালো লম্বা কিরিছ, দা, ছোড়া, হাতুড়ি সহকারে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়। মুহিবুল্লাহকে বাঁচাতে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে নুরুল মোস্তফা গংয়ের পরিবারের সকল সদস্যকে প্রাণে হত্যার চেষ্টায় এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। হামলায় আহতরা হলেন; নুরুল মোস্তফার স্ত্রী ফরিজা খাতুন (৭০), পুত্র মুহিবুল্লাহ (২৫), আবু তৈয়ব (১৮) , আবদুল হামিদ (৩০), কন্যা রুজিনা আক্তার (৩২), মৃত মাহমুদুর রহমানের পুত্র মো: শামসুল আলম,আবদু জলিলের স্ত্রী এলমুন্নাহার (৩৫), শামসুল আলমের স্ত্রী জোহুরা বেগম (৪৫), আবদুল হামিদের স্ত্রী ফাতেমা বেগম (২৮)সহ ১২জন। হামলাকালে প্রতিপক্ষের লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনী স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েগেছে। ২০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত আহতদের মধ্যে ৫জনের অবস্থা আশঙ্খাজনক রয়েছে।

স্থানীয় পূর্ববড়ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল জানান, বানিয়ারচর গ্রামে চলাচল পথ ব্যবহারের তুচ্ছ ঘটনায় বড় ধরণের সংঘর্ষের রূপ নিয়েছে। হামলার শিকার পরিবার এক প্রকার নিরীহ। তিনি প্রশাসনকে ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ওই এলাকায় চলাচল পথ ব্যবহার নিয়ে হামলায় আহতদের বিষয়ে খবরাখবর নিয়েছেন। লিখিত অভিযোগ পাওয়ার অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।