সিবিএনঃ
কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী জিএম রহিমুল্লাহকে শেষ বারের মতো এক নজর দেখতে সর্বস্তরের মানুষের ভীড়।
কক্সবাজার শহরের ঝাউতলাস্থ হোটেল সাগর গাঁও প্রাঙ্গণে মরদেহবাহী এম্ববুলেন্স রাখা হয়েছে। সারারাত এখানেই দর্শনার্থীদের জন্য জননেতার মরদেহ রাখা হবে।
মরহুমের নামাজে জানাজা বুধবার (২১নভেম্বর) সকাল দশটায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাঁও মাঠে এবং বাদে জুহর ভারুয়াখালীতে অনুষ্ঠিত হবে।
জিএম রহিমুল্লাহ হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২০ নভেম্বর) কক্সবাজার শহরের হোটেল সাগর গাঁওতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগের রাতে তিনি হোটেলের চতুর্থ তলার ৩১৬ নম্বর কক্ষে একাই ঘুমান বলে জানান হোটেল সাগরগাঁওয়ের ব্যবস্থাপনা পরিচালক ও জিএম রহিমুল্লাহর শ্যালক শাহেদুল ইসলাম।
জিএম রহিমুল্লাহ কক্সবাজার সদরের ভারুয়াখালীর বানিয়াপাড়ার বাসিন্দা মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি ভারুয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি ৪ মেয়ে ও ১ ছেলের জনক।