মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষনা করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে ১৯ নভেম্বর সোমবার ১৪২৭ নং স্মারকে উপ সচিব জিয়াউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারী করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম স্বীয় পদ থেকে পদত্যাগ করায় পদত্যাগ পত্রটি গ্রহন করে ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইনের ১২(২) ধারা মোতাবেক পদটি শূন্য ঘোষনা করা হলো।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করার লক্ষে গত ৭ নভেম্বর চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলম স্বীয় পদ থেকে পদত্যাগ করেন। এদিকে, জাফর আলমের পদত্যাগ পত্র গ্রহন করে পদটি শূন্য ঘোষনার খবরে সোমবার বিকেল থেকে চকরিয়া ও পেকুয়ার সর্বত্র জাফর আলমের এ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পাওয়ার বিষয়টি আরো জোরালোভাবে আলোচনায় আসছে।