আলমগীর মানিক, রাঙামাটি:
রাঙামাটি শহরে বনবিভাগ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে চার লক্ষ টাকা মূল্যমানের বিভিন্ন প্রজাতির গোল কাঠভর্তি তিনটি বোটসহ ৭ জনকে আটক করা হয়েছে। সোমবার সকালে শহরের ওমদামিয়া টিলা এলাকায় অভিযান পরিচালনা করে এসব কাঠ ও ব্যক্তিকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটিস্থ বনবিভাগের সদর রেঞ্জার মোঃ মোশারফ হোসেন। তিনি জানান, সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে সংগ্রহকৃত বিভিন্ন প্রজাতির গোল কাঠ রাঙামাটিতে এনে বিক্রি করছে এমন তথ্য পেয়ে রাঙামাটি সদর সেনাজোনের সহায়তায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় কাঠভর্তি তিনটি বোটসহ মোট ৭জনকে আটক করা হয়। আটককৃতরা হলো, নলেজ তংচঙ্গ্যা, অন্তর তংচঙ্গ্যা, মৃগ তংচঙ্গ্যা, যতন তংচঙ্গ্যা, নিথন চাকমা, পূর্নরঞ্জন চাকমা ও আরবিন চাকমা। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।