সংবাদ বিজ্ঞপ্তিঃ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু) আসন থেকে প্রার্থীতা করার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অধ্যাপক মোঃ আজিজুর রহমান।

শুক্রবার বিকালে নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এসময় অধ্যাপক আজিজের সাথে ছিলেন। এর আগে গত বুধবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। দলীয় নেতা-কর্মী পরিবেষ্টিত হয়ে মনোনয়ন ফরম জমা দেয়ার পর

অধ্যাপক আজিজ বলেন, তিনি কক্সবাজার-৩ ( সদর -রামু) সংসদীয় আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।

তিনি আরো জানান, মনোনয়ন পেলে জনগুরুত্বপূর্ণ সদর-রামু আসনে নির্বাচিত হয়ে পর্যটন নগরী কক্সবাজার, রম্যভূমি রামু ও সমগ্র নির্বাচনী এলাকার আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং এলাকার জনগনের জীবনযাত্রার সার্বিক মানোন্নয়নে আত্ননিয়োগ করবেন।