ইমাম খাইর, সিবিএন:
হেফাজতে ইসলামের আমির ও আল হাইয়াতুল উলয়া লিল জামেয়াতুল কওমীয়া বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফি বলেছেন, আমল ছাড়া মুক্তি নাই। জাহেরী (প্রকাশ্য) আমলের চেয়ে বাতেনী (চুপিসারে) আমলের দাম অনেক বেশী। আকিদা ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে। আমল কবুল হওযার পূর্বশর্ত সঠিক আকিদা।
শুক্রবার (১৬ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের লাইট হাউজ দারুল উলুম মাদরাসায় আয়োজিত ‘এছলাহী জলসায়’ শাহ আহমদ শফি প্রধান অতিথির অালোচনা করেন।
তিনি বলেন, আম্বিয়া, হক্কানী আলেম ওলামারা কলবের আমল করতেন। তারা হাত পায়ের আমল করেননি। জাহেরী আমল আসমান জমিন সমপরিমাণ হলেও কলবের আমলের সমান হবেনা। পরিশুদ্ধ আমলই মুক্তি দিতে পারে। সব বুজুর্গরা তাহাজ্জুদ গোজার ছিলেন।
আল্লামা শফি নসিহত করেন, মাজার পুজা করবেন না, কবর পুজা করবেন না, পীর বুজুর্গদের কাছে কিছুই চাইবেন না। তারা দেয়ার মালিক নন। শুধু দোয়া করতে পারেন। সব দেনেওয়ালা হচ্ছেন আল্লাহ। যা চাইবেন তার কাছেই চাইবেন।
আব্দুল কাদের জিলানিরা জিকির আজকার দিয়ে বড় ওলি হয়েছেন। জিকির ছাড়া নফসের পরিশুদ্ধি আসবেনা। সবাইকে নিয়মিত কলব, আকিদার আমল করার উপদেশ দেন আহমদ শফি।
হেফাজতের আমির বলেন, আলেমরা শুধু শরীয়াতের ওয়াজ করেন, তরিকতের ওয়াজ করেন না। তাই আমলও কমে যাচ্ছে। বাইয়াতবদ্ধ জীবনই পরিশুদ্ধ জীবন। শেষে তিনি সবাইকে বাইয়াত করান।
মাহফিলে আল্লামা শাহ আহমদ শফির কাছ থেকে দোয়া নিতে যান কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাজি মোরশেদ আহমেদ বাবু উপস্থিত ছিলেন।
হেফাজত নেতা মাওলানা ইয়াছিন হাবীবের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ মুসলিম, মাওলানা আবুল হাসান, মাওলানা মোহছেন শরীফ, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আবদুর রাজ্জাক, হাফেজ আবদুল হক, মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ দিদার, মাওলানা নুর আহমদ, মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ।